স্টাফ রিপোর্টারঃ–
কুমিল্লার দেবিদ্বার উপজেলার গোপালনগরে বৃহস্পতিবার রাতে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আবু হাছান (২৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার গোপালনগর গ্রামের আবুল হাসেম এর ছেলে আবু হাছান (২৫) বৃহস্পতিবার রাতে নিজের নষ্ট হওয়া টিভি মেরামত করতে গিয়ে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। বিদ্যুৎ স্পৃষ্ট ওই যুবকের লাশ শুক্রবার দুপুরে জানাজা শেষে তার পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।