নাজমুল করিম ফারুক :–
জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার দুপুরে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা ও গৌরীপুর-হোমনা সড়কে র্যালি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার সামিহা ফেরদৌসীর সভাপতিত্বে উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা-২ (তিতাস-হোমনা) আসনের এমপি আমির হোসেন ভূঁইয়া। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সালাহ উদ্দিন সরকার, উপজেলা আওয়ামীলীগের সদস্য সচিব মোঃ মহসিন ভূঁইয়া, কড়িকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন সরকার, জিয়ারকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমদাদ হোসেন আখন্দ ও উপজেলা মৎস্য কর্মকর্তা সাবিনা ইয়াছমিন চৌধুরী প্রমূখ। উদ্বোধনী অনুষ্ঠান হিসেবে বেলা ১১টায় গৌরীপুর-হোমনা সড়কে র্যালি হয়। র্যালির পর উপজেলা কমপ্লেক্সের পুকুরে পোনা মাছ অবমুক্তকরণ এবং পরবর্তীতে উপজেলা পরিষদের মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।