রমজান মাসে এক্সপ্রেস মানি’র অফার প্রতিদিন ২০ হাজার টাকা জেতার সুযোগ

ঢাকা :–

প্রবাসীদের কষ্টার্জিত আয় পরিবারের কাছে পৌঁছে দেয়ার নির্ভরযোগ্য আন্তর্জাতিক প্রতিষ্ঠান এক্সপ্রস মানি পবিত্র রমজান মাস উপলক্ষে বাংলাদেশী গ্রাহকদের জন্য ‘প্রতিদিন জিতুন’ প্রমোশন চালু করেছে।
২৫ জুন থেকে ১২ আগস্ট ২০১৪ পর্যন্ত চলা ৪৯ দিনব্যাপী এই অফারের আওতায় এক্সপ্রেস মানির গ্রাহকরা সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, জর্ডান, যুক্তরাজ্য, মালয়েশিয়া, গ্রিস, মালদ্বীপ ও ব্রুনাই থেকে বাংলাদেশে টাকা পাঠিয়ে প্রতিদিন ২০ হাজার টাকা জয়ের সুযোগ পাবেন। এই প্রমোশন চলাকালে প্রত্যেক দেশ থেকে ৪৯ জন করে মোট ৫৩৯ জন গ্রাহক ‘প্রতিদিন জিতুন’ পুরস্কার পাবেন।
এ ছাড়াও প্রমোশনের শেষে বিশেষ ড্রয়ের মাধ্যমে এই ১১ দেশের প্রতিটি থেকে এক জন করে মেগা প্রাইজ হিসেবে ৪ লাখ টাকা জয়ের সুযোগ পাবেন। এই ক্যাম্পেইনে সর্বমোট ১.৪ কোটি টাকা জয়ের সুযোগ থাকবে।
এতে প্রত্যেক গ্রাহকই অংশগ্রহণকারী হিসাবে বিবেচিত হবেন। পাক্ষিক ইলেকট্রনিক ড্রয়ের মাধ্যমে প্রতিদিনের বিজয়ীকে বাছাই করা হবে এবং প্রমোশন শেষে বিশেষ ড্রয়ের মাধ্যমে গ্র্যান্ড প্রাইজ বিজয়ী নির্বাচিত করা হবে।
এক্সপ্রেস মানি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার শামীম ইফতেখার বলেন, “উৎসবের সময় বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ বাড়ে, বিশেষ করে রমজানে এটি বেশি হয়। যেহেতু এটি আমাদের গ্রাহকদের জন্য বিশেষ সময়, সেজন্য আমরা তাদের কষ্টার্জিত রেমিট্যান্স পাঠানোর সময় এর সাথে ভ্যালু যুক্ত করি ও বেশি টাকা পাঠানোর সুযোগ করে দিই।”
তিনি বলেন, “সারা বিশ্বের ১০০ কোটিরও বেশি মুসলমানের কাছে রমজান একটি বিশেষ মাস। এটি অন্তরের পরিশুদ্ধি, সৃষ্টিকর্তার এবাদত ও আত্ম নিয়ন্ত্রণের সময়। ‘প্রতিদিন জিতুন’ প্রমোশন আমাদের গ্রাহকদের রমজান মোবারক জানানোর একটি পদ্ধতি।”
এক্সপ্রেস মানি সম্পর্কে:
এক্সপ্রেস মানি একটি বৈশ্বিক অর্থ আদান-প্রদানকারি ব্র্যান্ড। বিশ্বজুড়ে ৫ টি উপমহাদেশের ১৫০ দেশে প্রায় ১ লক্ষ ৭০ হাজার স্থানীয় এজেন্টের মাধ্যমে গ্রাহকদের সেবা প্রদান করে থাকে। লক্ষ লক্ষ প্রবাসীর অর্থ তাদের প্রিয়জনের কাছে পৌঁছে দিয়ে একটি নির্ভরশীল আন্তর্জাতিক মানি ট্রান্সফার ব্র্যন্ডে পরিনত হয়েছে। এক্সপ্রেস মানি তার উদ্ধাবনী প্রযুক্তি, উৎকৃষ্ট গ্রাহক সেবা এবং বৃহৎ নেটওয়ার্কের মাধ্যমে সহজে, অতি দ্রুত এবং নিরাপদে বিশ্বের যেকোন প্রান্তে অর্থ স্থানান্তরের সেবা প্রদান করে আসছে। কোম্পনি সম্পর্কে আরো জানতে আমাদেরকে ফেসবুকে অনুসরণ করুন:www.facebook.com/XpressMoney, Twitter: @Xpress_Money or visit www.xpressmoney.com

Check Also

করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত

বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...

Leave a Reply