মুরাদনগর প্রতিনিধি :–
বিয়ে করে নতুন স্বামীকে বাড়িতে এনেও বাসর রাত যাপন করার পূর্বে গলায় ফাঁস লাগিয়ে মর্মান্তিক মৃত্যু হলো মাদরাসা ছাত্রী আমেনা আক্তার (১৫)। ঘটনাটি ঘটেছে বুধবার দুপুরে মুরাদনগর উপজলোর দারোরা ইউনয়িনরে পালাসুতা গ্রামে।
জানা গেছে, উপজলোর পালাসুতা গ্রামের আবদুর রবের মেয়ে ও পালাসুতা হাজী মফিজ উদ্দিন দারুল আমান ইসলামিয়া দাখিল মাদরাসার নবম শ্রেনীর ছাত্রী আমেনা আক্তার গত ২২ জুন রোববার উপজলোর সিদ্ধেশ্বরী গ্রামে বিয়ে করে মঙ্গলবার দুপুরে আবারো নিজ বাড়ি পালাসুতায় ফিরে এসে আমেনা আক্তার তার বাবা মায়ের মধ্যে আমেনার পূর্বের প্রেমঘটিত বিষয় নিয়ে কথা কাটাকাটি হয় এবং এক পর্যায়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এরপর মঙ্গলবার সন্ধ্যায় আমেনা আক্তার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
বাড়ি থেকে প্রায় ২শ’ গজ পূর্বে পুকুর পাড়ে আমগাছে তার গলায় ওড়না পেচানো লাশ দখেতে পেয়ে বুধবার দুপুরে স্থানীয় লোকজন থানা পুলশিকে সংবাদ দয়ে। বুধবার দুপুরেই পুলিশ তার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মর্গে প্রেরণ করেছে।