ঢাকা :–
‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০১৪’ সফল করার লক্ষ্যে বাংলাদেশ নৌবাহিনী পরিবার কল্যাণ সংঘ ঢাকা, চট্টগ্রাম, খুলনা, মংলা ও কাপ্তাইসহ দেশের সকল নৌ ঘাঁটি, উপকূলীয় স্থাপনা এবং এলাকাসমূহে বৃক্ষরোপণ কর্মসুচী গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় মিরপুর নাবিক কলোনীˉ’ নৌ পরিবার শিশু নিকেতন ঢাকা ষ্কুল প্রাঙ্গনে বাংলাদেশ নৌ পরিবার কল্যাণ সংঘের (বানৌপকস) সার্বিক ব্যবস্থপনায় গাছের চারা রোপণ কর্মসূচী উদ্ধোধন করেন নৌ প্রধানের পত্মী এবং প্রেসিডেন্ট বানৌপকস বেগম হাফিজা হাবিব। পরে বৃক্ষরোপন কর্মসূচীর সাফল্য কামনা করে মোনাজাত করা হয়। এ সময় অন্যান্যের মাঝে বানৌপকস এর চেয়ারম্যান, কেন্দ্রীয় কমিটির সদস্যাবৃন্দ এবং ঢাকা নৌ অঞ্চলের কর্মকর্তা ও নাবিকবৃন্দের পত্মীগণ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচী উদ্বোধনের পর বানৌপকস এর প্রেসিডেন্ট বৃক্ষরোপণ কর্মসূচী সর্বাঙ্গীনভাবে সফল করার জন্য নৌ পরিবারের সকলকে এগিয়ে আসার আহবান জানান। দেশের সার্বিক জলবায়ু এবং পরিবেশ বসবাসের অনুকুলে রাখার জন্য বৃক্ষরোপণ কোন আনুষ্ঠানিকতা নয় বরং আমাদের নৈতিক কর্তব্য উল্লেখ করে তিনি সকল নৌ অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলে অধিকহারে বৃক্ষরোপণের উপর গুরত্বারোপ করেন। পাশাপাশি উক্ত বনায়ন কর্মসূচী যথাযথ পালনের মাধ্যমে ঘূর্ণিঝড় ও সুনামির মতো দুর্যোগ এবং ক্ষয়ক্ষতির হার অনেকাংশে হ্রাস করা সম্ভব হবে বলে উল্লেখ করেন।
উল্লেখ্য, ‘জাতীয় বৃক্ষরোপণ অভিযান-২০১৪’ কার্যক্রম যথাযথভাবে বাস্তবায়নের জন্য বানৌপকস বিভিন্ন উৎস থেকে আম, জাম, কাঁঠাল, নারিকেল, শাল, কড়ই, মেহগনি, অর্জুন, হরিতকি, আমলকি, করমচাসহ প্রভৃতি ফলজ, বনজ ও ভেষজ চারা সংগ্রহ করে রোপণের কর্মসূচী গ্রহণ করেছে।