মুরাদনগর(কুমিল্লা)প্রতিনিধি:–
মুরাদনগর উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের বালক-বালিকাদেরকে নিয়ে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের দুটি ফাইনাল খেলা মঙ্গলবার বিকেলে উপজেলা সদরের ডি আর হাইস্কুল খেলার মাঠে অনুষ্ঠিত হয়।
প্রথমে বালিকাদের ফাইনাল খেলায় কামাল্লা (পূর্ব ) সরকারী প্রাথমিক বিদ্যালয় টনকী সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৪-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।একই মাঠে পরে বালকদের ফাইনাল খেলায় নবীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় হাটাশ সরকারী প্রাথমিক বিদ্যালয়কে ৮-১ গোলের বিরাট ব্যাবধানে হারিয়ে চ্যাম্পিয়ান হয়।
এর আগে প্রধান অতিথি হিসাবে ফাইনাল খেলার উদ্বোধন করেন মুরাদনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু।
খেলাশেষে উপজেলা নির্বাহী অফিসার মো: আনিসুজ্জামান খান বিজয়ী ও বিজিতদের মাঝে ট্রফি বিতরন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সানোয়ারা বেগম লুনা, সহকারী কমিমনার (ভুমি) মো: জাকির হোসেন, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ নাজিম উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার শাহ্ মো: ইকবাল মনসুর, শিক্ষক নেতা গাজিউল হক চৌধুরী। খেলা পরিচালনা করেন ঘোড়াশাল হাই স্কুলের সহকারী শিক্ষক ফরিদ উদ্দিন আহাম্মদ। ধারাভাষ্যে ছিলেন মুরাদনগর আদর্শ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো: দেলোয়ার হোসেন।