অসাধু পরিচালকের খপ্পরে অভিনেত্রী মিশু

ঢাকা:–

অসাধু পরিচালকের প্রতারণার শিকার হয়েছেন এ সময়ের তরুণ অভিনেত্রী মিশু চৌধুরী। দেশের প্রথম সারির একজন নায়িকা বানানোর স্বপ্ন দেখিয়ে এ পরিচালক তার সঙ্গে প্রতারণা করে।

কি সত্যি বলে ভাবছেন নাকি? জানিয়ে রাখি এ ঘটনা সত্যি নয়। এ কাহিনী অবলম্বনে তৈরি হয়েছে একটি ধারাবাহিক।

‘খেয়া’ শিরোণামের ধারাবাহিক নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন মিশু। আর প্রতারকের চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু।

কথাসাহিত্যিক আনিসুল হকের ‘খেয়া’ উপন্যাস অবলম্বনে নাটকটির চিত্রনাট্য তৈরি করেছেন মুক্ত নীল। আর পরিচালনা করছেন সকাল আহমেদ।

নাটকে অভিনয় প্রসঙ্গে মিশু প্রাইমনিউজ.কম.বিডিকে বলেন, ‘এ নাটকে আমি একজন আপকামিং সুপারস্টারের চরিত্রে অভিনয় করেছি। একজন পরিচালকের প্ররোচনায় তার সঙ্গে সব ধরনের সম্পর্কে জড়িয়ে পরি আমি। সে আমাকে আশা দেয় দেশের প্রথম নারির নায়িকা বানিয়ে দিবে। কিন্ত পরবর্তীতে সে পরিচালক আমার সঙ্গে প্রতারনা করে।,

নাটকটিতে আরও অভিনয় করেছেন, শর্মিলী আহমেদ, দীপা খন্দকার, তিশা, নিশো প্রমুখ।

জানা গেছে, শিগগিরই আরটিভিতে প্রচার শুরু হবে নাটকটি।

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply