ঢাকা:—
বিশ্বকাপের ড্র’টাই এমন হয়েছে যাতে দ্বিতীয় রাউন্ডেই মুখোমুখি হতে পারে ব্রাজিল-নেদারল্যান্ডসের। সম্ভাব্য সেই ম্যাচের আগে এক চোট লেগে গেল দুই দলের কোচের। নেদারল্যান্ডসের চেয়ে চার ঘন্টা পর ম্যাচ শুরু ব্রাজিলের। তাতে ব্রাজিল অনেক হিসেব কষে নামতে পারবে বলে অভিযোগ ডাচ কোচ লুইস ফন গালের।
গত দুটি ম্যাচ ব্রাজিলের পরেই খেলেছে নেদারল্যান্ডস। কিন্তু গ্রুপ পর্বের শেষ ম্যাচটি খেলতে হচ্ছে ব্রাজিলের আগে। নেদারল্যান্ডস কোচের অভিযোগটা এখানেই, ‘ফিফা দারুণ কৌশল ফেঁদেছে। এটা ভালো নয় কোনভাবে। তবে আমরা চিলিকে হারানোর উপর বেশি জোড় দিচ্ছি। আমাদের ম্যাচের ফল ব্রাজিলের খেলার ওপর কোনো প্রভাব ফেলবে বলে মনে হয়না।’
এজন্য ভীষণ চটেছেন ব্রাজিলিয়ান কোচ স্কলারি। ফন গালকে ‘নির্বোধ’বলতেও ছাড়লেন না ২০০২ বিশ্বকাপজয়ী এই কোচ, ‘খেলার সূচি ঠিক করেছে ফিফা, ব্রাজিল নয়। নির্বোধের মত কথা বলেছে ফন হাল। এটাকে বলতে পারেন নির্বোধের মতো কিংবা দুরভিসন্ধিমূলক। আমরা পরের রাউন্ডে যেতে খেলতে নামব। শীর্ষে থাকতে নয়,পরের রাউন্ডে প্রতিপক্ষ নির্বাচনেও নয়।’