বর্তমান সরকার তৃনমূল পর্যায়ে ক্ষুদে ফুটবল খেলোয়ার তৈরী করতেই এই টুর্নামেন্টের আয়োজন করেছে—–উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ মঞ্জু

শামসুজ্জামান ডলার :—

মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান মনজুর আহমদ মঞ্জু বলেন, শিক্ষার্থীদের শারিরীক গঠন ও মানসিক বিকাশে ক্রীড়ার কোন বিকল্প নেই। বাংলাদেশে ফুটবল অত্যন্ত জনপ্রিয় খেলা তাই বর্তমান সরকার এই খেলার জনপ্রিয়তা ধরে রাখতে নানামূখী পদক্ষেপ নিচ্ছে। তাই বর্তমান সরকার তৃনমূল পর্যায়ে ক্ষুদে ফুটবল খেলোয়ার তৈরী করতেই এই টুর্নামেন্টের আয়োজন করেছে। প্রধান অতিথি আরো বলেন, মতলব উত্তর উপজেলার প্রাথমিক বিদ্যালয়গুলোতে মানসম্মত লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদেরকে ক্রীড়ায় মনযোগী করে তুরতে হবে। আর এক্ষেত্রে প্রয়োজনে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠালে ক্রীড়ার সরংজামাদির ব্যবস্থা করা হবে।
শনিবার বিকালে মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নের চরকালিয়া স্কুল মাঠে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট’’১৪ইং এর ফরাজীকান্দি ইউনিয়ন পর্যায়ের ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে একথাগুলো বলেছেন।
ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন দানেশ এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আনোয়ারুল কবির এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুস সালাম, সহকারী শিক্ষা অফিসার জাকির হোসেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দলিল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক আহবায়ক আহমেদ আল-কামাল, সাবেক সাধারন সম্পাদক আব্দুল হান্নান প্রমূখ।

প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে প্রচুর দর্শকের উপস্থিতিতে আকর্ষনীয় ফাইনালে বঙ্গবন্ধু টুর্নামেন্টে চরকালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ৪-০ গোলের ব্যবধানে চরমাছুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বঙ্গমাতা টুর্নামেন্টে দক্ষিন রামপুর বেসরকারী রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় ৩-০ গোলের ব্যবধানে বড়হলদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলাদু’টি পরিচালনা করেন সহকারী শিক্ষক আবুবকর। খেলায় ফরাজীকান্দি ইউনিয়নের ২১টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Check Also

করোনাযুদ্ধে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিমকে বুড়িচংয়ে সমাহিত

বুড়িচং প্রতিনিধিঃ করোনাযুদ্ধে পুলিশে প্রথম জীবন উৎসর্গকারী কনস্টেবল জসিম উদ্দিনকে (৩৯) কুমিল্লায় সমাহিত করা হয়েছে। ...

Leave a Reply