শামসুজ্জামান ডলার :–
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার লুধুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শ্রেনীকক্ষের অভাবে চলছে স্কুল বারান্দায় পাঠদান। শিশু শ্রেনীর শিক্ষার্থীদেরকে শ্রেনীকক্ষের অভাবে স্কুল বারান্দায় পাঠদান কার্যক্রম পরিচালনার কারনে কোমলমতি শিশু শিক্ষার্থীরা দিনে দিনে শিক্ষার প্রতি তাদের উৎসাহে ভাটা দেখা যাচ্ছে। পাঠগ্রহন কার্যক্রমে স্কুল বারান্দার ফ্লোরে চট বিছিয়ে বসতে হয় বলে তারা নিয়মিত স্কুলে আসতে চায়না।
স্কুলটিতে মোট শিক্ষার্থী সংখ্যা ৩৮৯জন এর মধ্যে শিশু শ্রেনীতে শিক্ষার্থী-৪১জন, ১ম শ্রেনীতে শিক্ষার্থী-৭৩জন, ২য় শ্রেনীতে শিক্ষার্থী-৪২জন, ৩য় শ্রেনীতে শিক্ষার্থী ৬১জন, ৪র্থ শ্রেনীতে শিক্ষার্থী-৮৭জন এবং ৫ম শ্রেনীতে শিক্ষার্থী-৮৫জন।
এরমধ্যে স্কুলটিতে শ্রেনীকক্ষের সংখ্যা রয়েছে ৫টি এবং ১টি অফিস কক্ষ। অথচ, ২সিপ্টের এই স্কুলে সকাল ৯.৩০থেকে ১২টা পর্যন্ত প্রথম পর্বে একসাথে ক্লাস পরিচালনা করতে হয় ৬টি। শিশু শ্রেনী ছাড়াও ১ম শ্রেনী ও ৫ম শ্রেনীতে ২টি করে শাখা এবং ২য় শ্রেনী এই ৬টি ক্লাস। ফলে বাধ্য হয়েই যে কোন ১টি ক্লাস পরিচালনা করতে হয় বারান্দায়। সে কারনে সকাল অধিবেসনে শিশু শ্রেনীকে স্কুল বারান্দায় এবং বিকেলের অধিবেসনেও প্রতি শ্রেনীতে ২টি শখায় ৬টি ক্লাস পরিচালনার কারনে সেখানেও ১টি ক্লাস স্কুল বারান্দায় পরিচালনা করতে হচ্ছে। ফলে স্কুল বারান্দায় পরিচালিত হওয়া কোমলমতী শিক্ষার্থীদের মধ্যে শিক্ষার প্রতি উৎসাহে ভাটা লক্ষ্য করা যাচ্ছে। তাছাড়া, ১৯৩৭সালে প্রতিষ্ঠিত এই লুধুয়া সরকারী প্রাথমিক বিদ্যারয়টির বেঞ্চের সমস্যাও রয়েছে ।
স্কুলের প্রধান শিক্ষিকা শিরিন আক্তার জানান, নতুন ভবনের জন্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসে লিখিতভাবে আবেদন করেছি এবং দ্রত ব্যবস্থা নেয়ার জন্যে কিছুদিন পূর্বে স্থানীয় সংসদ সদস্য, মাননীয় দূর্যোগ ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী (মায়া) বীর বিক্রম এর সুপারিশ নিয়েছি।
মতলব উত্তর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আল-আমীন বলেন, মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশে উপজেলার কোন কোন স্কুলে নতুন ভবন জরুরী অগ্রাধিকারানুযায়ী সে রকম একটি তালিকা হয়েছে। আশাকরি গুরুত্বানুযায়ী অগ্রাধিকার ভিত্তিতে নতুন ভবন ও পুরাতন ভবনের সংস্কার এধরনের সকল সমস্যারই সমাধান হয়ে যাবে।