মুরাদনগরে ডাকাত-পুলিশেরগুলি বিনিময়ে ৩ পুলিশ আহত: কুখ্যাত ডাকাত সর্দার গ্রেফতার

মুরাদনগর(কুমিল্লা) প্রতিনিধি:–

কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ বাজারে গতকাল রোববার দুপুরে ডাকাত-পুলিশেরগুলি বিনিময়ের ঘটনা ঘটে।এতে ৩ পুলিশ সদস্য আহত হয়।
ঘটনাস্থল থেকে কুখ্যাত ডাকাত সর্দার জামালকে আটক করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, উপজেলার কামাল্লা গ্রামের আলোচিত সন্ত্রাসী খুন, গুম, অপহরণ, ডাকাতি সহ ১ ডজন মামলার আসামী জামাল কোম্পানীগঞ্জ বাজারে অবস্থান করছে এমন খবর পেয়ে মুরাদনগর থানার এসআই মাহবুরের নেতৃত্বে একদল পুলিশ সেখানে অভিযান চালায়। পুলিশ জানায়, অভিযান ও পুলিশের উপস্থিতি দেখতে পেয়ে জামাল ডাকাত ও তার সঙ্গীরা পুলিশের উপর হামলার চেষ্টা করে। এসময় পুলিশ ডাকাত দলকে লক্ষ্য করে ৩ রাউন্ড গুলি বর্ষন করে। ডাকাত সর্দার জামাল মেম্বার গ্রেফতার হলেও তার সঙ্গীরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশের এসআই মাহবুব ৩ পুলিশ আহত হয়।
মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজিম উদ্দিন জানান,  কামাল্লা গ্রামের শিশু উম্মে হাবিবা হত্যা মামলা ও দুটি ডাকাতির মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ডাকাত সর্দার জামাল ।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply