মাসুমুর রহমান মাসুদ,চান্দিনা (কুমিল্লা):—
চান্দিনায় লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) তে যোগদান করেছে আ’লীগ ও বিএনপি সমর্থিত কিছু সংখ্যক নেতা-কর্মী।
রবিবার (৮ জুন) সকালে এলডিপি মহাসচিব ড. রেদোয়ান আহমেদ এর হাতে ফুলের তোড়া উপহার দিয়ে আনুষ্ঠানিক ভাবে ওই নেতা-কর্মীরা যোগদান করেন।
তারা হলেন- কেরনখাল ইউনিয়ন বিএনপি দপ্তর সম্পাদক মোজাম্মেল, একই ইউনিয়নের ৮নং ওয়ার্ড বিএনপি’র প্রচার সম্পাদক মোছলেহ উদ্দিন, শাহজাহান, আওয়ামীলীগ সমর্থিত মুক্তিযোদ্ধা ইব্রাহীম, লিটন, মোহাম্মদ আলী, আব্দুল হক, নূরুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন- গণতান্ত্রিক যুবদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক আবু তাহের, পৌর এলডিপি সহ-সভাপতি উপাধ্যক্ষ মনিরুল ইসলাম ভূইয়া, গণতান্ত্রিক যুবদল চান্দিনা উপজেলা সভাপতি শরীফুজ্জামন, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক আবুল হাসেম, এলডিপি নেতা মোবারক হোসেন মোবা, গণতান্ত্রিক ছাত্রদল নেতা সাজ্জাত হোসেন প্রমুখ।
