স্টাফ রিপোর্টার,দেবিদ্বার :–
কুমিল্লার দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি’র স্ত্রী ও দু’কন্যা শনিবার দুপুরে দাউদকান্দির রায়পুরে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছে।
জানাযায়, শনিবার দুপুরে ঢাকা থেকে ছেরে আসা কুমিল্লা-কোম্পনীগঞ্জের তিসা সার্ভিসের একটি বাসের সাথে দাউদকান্দির রায়পুর নামক স্থানে ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দেবিদ্বার উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতিকুর রহমান বাশারের স্ত্রী হুরবানু আক্তার পলি (৩২), দু’কন্যা প্রতিভা (১৩) ও প্রজ্ঞা (৬) গুরুতর আহত হয়। বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন।
