কুবিতে ছাত্রলীগের দুই গ্রুপে ধাওয়া পাল্টা ধাওয়া

কুবি প্রতিনিধি:–
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। রোববার বাসে বসাকে কেন্দ্র করে এক ছাত্রকে ছুরিকাঘাত করার জের ধরে ছাত্রলীগের বিবাধমান মাসুম গ্রুপ এবং ইলিয়াস গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রোববার সকালে শহর থেকে ক্যাম্পাসে যাওয়ার সময় বাসে বসাকে কেন্দ্র করে মার্কেটিং ষষ্ঠ ব্যাচের ছাত্র জীবন এবং লোক প্রশাসন ৪র্থ ব্যাচের ছাত্র আমজাদের সাথে কথা কাটাকাটি হয়। এ ঘটনায় বাস থেকে নেমে জীবনের ছুরিকাঘাতে মারাত্মক আহত হয় আমজাদ। আহত অবস্থায় আমজাদকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। জানা যায় জীবন ছাত্রলীগের শহর গ্রুপের রাজনীতির সাথে জড়িত ছিল। পরবর্তীতে পট পরিবর্তনের ফলে মাসুম গ্রুপে যোগ দেয়। আপরদিকে নিজ বিভাগের শিক্ষার্থী আমজাদকে ছুড়িকাঘাতের ঘটনায় ইলিয়াস ও তার কর্মীরা ক্যাম্পাসে জড়ো হয় এবং দোষী জীবনের বিচারের দাবী জানায়। এক পর্যায়ে মাসুমের নেতৃত্বে ছাত্রলীগের অপর একটি পক্ষ ক্যাম্পাসের মূল ফটকে জড়ো হয়। ইলিয়াস গ্রুপ আর্টস ফ্যাকাল্টির সামনে অবস্থান নেয়। এক পর্যায়ে দুপুরে লাঠিসোটা নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সাধারণ শিক্ষার্থীরা দ্বিগিদিক ছুটতে থাকে। উদ্ভুত পরিস্থিতিতে ক্যাম্পাসে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরবর্তীতে পুলিশ প্রশাসন এবং প্রক্টরিয়াল বডির উভয় পক্ষের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
এ ব্যাপারে প্রক্টর আইনুল হক বলেন, ছুরিকাঘাতের ঘটনায় তদন্ত স্বাপেক্ষে দোষীদের বিরুদ্ধে ব্যাবস্থা নেয়া হবে।

Check Also

কুবি সাংবাদিক সমিতির অভিষেক অনুষ্ঠান পালিত

মো শরীফুল ইসলাম,কুবি :– বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা ও স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচনের মধ্য দিয়ে ...

Leave a Reply