দেবিদ্বারে জিপিএ- ৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

স্টাফ রিপোর্টারঃ–
কুমিল্লার দেবিদ্বারে শনিবার দুপুরে রেয়াজ উদ্দিন মডেল স্কুল মিলনায়তনে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদেরকে অধ্যাপক আবদুল মজিদ কলেজের উদ্যোগে সংবর্ধনা প্রদান করা হয়।
মজিদ কলেজের উপাধ্যক্ষ মোঃ ফেরদৌস আহাম্মদ চৌধুরীর উপস্থাপনায় অধ্যাপক আবদুল মজিদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সংবর্ধনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যারিষ্টার জাকির হোসেন, কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী শিরিন সুলতানা, এগারগ্রাম মোকসাইর উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মোঃ সুলতান আহম্মেদ। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দেবিদ্বার রেয়াজ উদ্দিন মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গির আলম, গঙ্গামন্ডল রাজ ইউনিষ্টিট এর প্রধান শিক্ষক মোঃ মোসলেহ উদ্দিন, ফুলতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সামসুল হক, মজিদ কলেজের শিক্ষক মোতাহের হোসেন, মোঃ তাজউদ্দিন, আবুল খায়ের, মোঃ সামছুল হক, আঃ মাজেদ চৌধুরী ও জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের মধ্যে খয়রাবাদ উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রাবেয়া আক্তার প্রমূখ। উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে দেবিদ্বার উপজেলার সকল বিদ্যালয়ের ৩৮০ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেষ্ট প্রদান করা হয়।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply