ওমর ফারুক সরকার,দেবিদ্বার প্রতিনিধিঃ–
বান্দরবান-মায়ানমার সীমান্তে নিহত বিজিবি সদস্য নায়েক সুবেদার মিজানের পরিবারে কান্না এখনো থামেনি। পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তিকে হারিয়ে মিজানের স্ত্রী ও ৪ কন্যা এখন দিশেহারা। বাকরুদ্ধ গোটা পরিবার। সান্তনা দেয়ার ভাষাও যেন কারো নেই। কুমিল্লার দেবিদ্বার উপজেলার বেলানগর গ্রামের দিকে এখন দৃষ্টি সবার। গতকাল শুক্রবার বিকালে নিহত নায়েক সুবেদার মিজানের অসহায় পরিবারের পাশে দাঁড়ান জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অধ্যাপক ইকবাল হোসেন রাজু সহ অন্যান্য নেতৃবৃন্দ। ওই সময় তিনি মিজানের স্ত্রী ও মায়ের সাথে আলাম কালে পরিবারের সুখ-দুঃখের কথা শুনেন এবং সরকারের মাধ্যমে সকল প্রকার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
এর আগে সকালে জাতীয় ছাত্র সমাজের দুটি মতবিনিময় সভায় অধ্যাপক ইকবাল হোসেন রাজু প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। এ সময় আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টি কুমিল্লা উত্তর জেলার সাধারন সম্পাদক এডভোকেট ইউছুফ আজগর, জহিরুল ইসলাম, জসিম উদ্দিন, মনির হোসেন, জিয়া ও মাইনুদ্দিন প্রমুখ।
