এম.এ হোসাইন :–
দেবিদ্বার পৌর এলাকার শাহ আলমের ক্রয়করা গরুর মাংসে আল্লাহু লেখা পাওয়া যায়। এ নিয়ে মঙ্গলবার এলাকায় তোড়পার সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানাযায়, দেবিদ্বার সরকারী কলেজ মসজিদের পশ্চিম পাশে স্থানীয় বাসিন্দা শাহ আলম গত সোমবার বিকেলে বাজার থেকে গরুর মাংস ক্রয়করে আনে। শাহ আলমের স্ত্রী সন্ধ্যায় ওই মাংস রান্না করা শুরু করলে আল্লাহু লেখা টুকরো গুলো পাতিলের মধ্যে বেঁসে উঠে। শাহ আলমের স্ত্রী জুলেখা বেগম মাংসের টুকরো গুলো আসে পাশের লোকজনকে দেখালে মুহুর্তের মধ্যে সমগ্র এলাকায় এ খবর ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকালে বিভিন্ন এলকা থেকে এক নজর মাংসের টুকরো গুলো দেখতে শত শত নারী-পুরুষ ছুটে আসে শাহ আলমের বাসায়।
স্থানীয় তানযীহুল উম্মাহ হিফজ মাদ্রাসার পরিচালক হাফেজ মাঃ নুরুল আলম কুমিল্লাওয়েব ডটকম কে জানান, শাহ আলমের বাসা থেকে সকালে ৫টি মাংসের টুকরো মাদ্রাসায় নিয়ে আসে স্থানীয় লোকজন। কিন্তু ৫টি মাংসের টুকরোর মধ্যে ২টিতে স্পষ্ট ভাবে আল্লাহু লেখা আমারা দেখতে পাই।
