মো: মোশারফ হোসেন মনির,মুরাদনগর :–
কুমিল্লা-৩ মুরাদনগর আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব ইউছুফ আব্দুল্লাহ হারুনকে গণসংর্বধনা দেয়া হয়েছে।
শনিবার উপজেলার বাঁশকাইট ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়া কলেজ ও এলাকাবাসীর উদ্যোগে তাকে এ সংবর্ধণা প্রদান করা হয়। জানা যায়, সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর এই প্রথম উপজেলার দক্ষিণ মুরাদনগর বাসী তাকে বিশাল আকারে এ সংবর্ধণা প্রদান করেন । প্রভাষক আজিজুর রহমান রনির সঞ্চালনায় ওই কলেজের প্রতিষ্ঠাতা মোস্তফা কামালের সভাপতিত্বে সংবর্ধণা অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট আব্দুল আজিজ, অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ, মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান খন্দকার মনিরুজ্জামান, ইঞ্জিনিয়ার ফজলুল হক,মুরাদনগর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান,ব্যাবসায়ী জাকির হোসেন, প্রমুখ।
