নতুন করে আলোচনায় তিন্নি

ঢাকা :–
হঠাৎ করে ২২ মে নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে নতুন করে আলোচনায় এসেছেন তিন্নি। পাঁচ বছর বয়সী ওয়ারিশার লালন-পালনের ভার শেষ পর্যন্ত কে পাচ্ছেন-বাবা হিল্লোল নাকি মা তিন্নি? এ বিষয়ে আদালত এখনো কোনো রায় দেননি। তাই কন্যাকে নিয়ে বেশ চিন্তিত অভিনেত্রী তিন্নি।

ফেসবুক স্ট্যাটাসে তিন্নি লিখেছেন, ‘আদনান ফারুক হিল্লোলের নাটক শেষ হতে চায় না। নওশীন নাহরীন মৌকে বিয়ে করলেন। কোথায় তাদের নতুন সংসারের স্বপ্ন বুনবেন, না ওসব বাদ দিয়ে আমার মেয়ের পিছে লেগেছেন। বাচ্চাটা ৯ মাস থেকে আমার সঙ্গে। আল্লাহ যদি থাকেন এ দুনিয়ায়, তাহলে বিচার করবেন। আমি আপনাদের সবার কাছ থেকে আশীর্বাদ চাই। আমি আর আমার মেয়ে যেন শান্তিতে একসঙ্গে থাকতে পারি।’

প্রসঙ্গত, তিন্নি -হিল্লোলের ডিভোর্স হয়েছে বছর কয়েক আগে। আর বছর দেড়েক আগে সন্তানের লালন-পালনের ভার নিজের কাছে নিতে আদালতের দ্বারস্থ হন হিল্লোল।

এদিকে তিন্নিও এখন অনেকটাই স্বাভাবিক। নিজের মেয়েকে নিয়ে বাবা-মায়ের কাছেই থাকছেন।

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply