আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) :–
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়নের চেয়ারম্যান পদে আজ সোমবার উপ-নিবার্চন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মোহাম্মদ হোসেন হাজারী ৫০৭ ভোট বেশী পেয়ে নির্বাচিত হয়েছেন। তিনি পেয়েছেন ২৫৫১ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জাতীয় পার্টির (এরশাদ) সমর্থিত প্রার্থী মোঃ হাবিবুর রহমান পেয়েছেন ২০৪৪ ভোট। সকাল ৮ টা থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলে। এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১১ হাজার ২১০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫৭৬৩ জন ও মহিলা ভোটার ৫৪৪৭ জন। ৯টি ওয়ার্ডের ৯টি ভোট কেন্দ্রের মাধ্যমে ভোট গ্রহন করা হয়। ভোট কেন্দ্রগুলোতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়। তবে ভোট কেন্দ্রগুলোতে পুরুষ ভোটারের উপস্থিতি ছিল কম।
উল্লেখ্য ২৪ ফ্রেরুয়ারি’২০১৪ সড়ক দুঘর্টনায় উপজেলার পূর্বভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতা মোঃ সায়েম মিয়া (৫০) নিহত হন।
