মাসুমুর রহমান মাসুদ,চান্দিনা (কুমিল্লা):–
চান্দিনা উপজেলার বাড়েরা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী বৈশাখী রাণী সরকার (১৫) বিষপান করে আত্মহত্যা করে। সে উপজেলার ডুমুরিয়া গ্রামের বিনোদ চন্দ্র সরকারের মেয়ে।
শনিবার (২৪ মে) দুপুরে সে বিষপান করে। পরে তার বাবা তাকে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. গিয়াস উদ্দিন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন। তবে এর রিপোর্ট লেখা পর্যন্ত এ বিষয়ে থানায় কোন মামলা হয়নি।