মুরাদনগর প্রতিনিধি :–
কুমিল্লার মুরাদনগর উপজেলার নবীয়াবাদ আলহাজ আব্দুল ওয়াদুদ সরকার ফাজিল মাদরাসা প্রতিবারের মতো এবারো সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এ বছর অনুষ্ঠিতব্য দাখিল পরীক্ষায় ৬৬ জন ছাত্র-ছাত্রী অংশ নিয়ে শতভাগ পাশের গৌরব অর্জনের পাশাপাশি জিপিএ-৫ পেয়েছে ৩০ জন শিক্ষার্থী। অর্জিত ফলাফলে ছাত্র, শিক্ষক, অভিভাবক, পরিচালনা পর্ষদ ও এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে। ফলাফল প্রকাশের দিন দোয়ার মাধ্যমে মহান আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করা হয়। মাদরাসার অধ্যক্ষ আলহাজ মাওলানা বদিউল আলম জানান, প্রতিষ্ঠাতা আলহাজ্ব হামিদুল হোসেন ও মিজানুর রহমান সরকারের সার্বিক সহযোগিতায় সহযোগিতায়, শিক্ষক মন্ডলীর প্রচেষ্টা, শিক্ষার্থীদের কঠোর অধ্যবসায়, অভিভাবকদের সচেতনতা, পরিচালনা পর্ষদের নজরদারির বদৌলতে অন্যান্য বারের ন্যায় এবারো ধারাবাহিক সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। ভবিষ্যতে আলেম-ফাজেল পরীক্ষায়ও এ সাফল্যের ধারা অব্যাহত থাকবে ইনশাল্লাহ। জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীরা হলো- বিজ্ঞান বিভাগের ইবরাহিম খলিল, আবু সাইদ, আরিফুল ইসলাম, সালাউদ্দিন, ইবরাহিম খলিল (২), রফিকুল হাসান, শাহীন সরকার, ফোরকান উদ্দিন, রাফিবুল ইসলাম, সাইফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, মোবারক হোসেন, বায়জীদ হোসেন, আশরাফুল ইসলাম, আয়েশা আক্তার, তামান্না আক্তার, রিমা আক্তার, সুমি আক্তার, নিপা আক্তার, মানবিক বিভাগের মোজাহিদ সরকার, অলিউল্লাহ, ছালমা আক্তার, কুহিনুর আক্তার, শাহীনুর আক্তার, আকলিমা আক্তার, জান্নাতুল ফেরদৌস, তানিয়া আক্তার, তাছলিমা আক্তার, পাপিয়া আক্তার ও বিউটি আক্তার।
