স্টাফ রিপোর্টারঃ–
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় এবারের এস এস সি ও দাখিল পরীক্ষায় এ ৬টি স্কুল ও ৩টি মাদ্রাসা সাফল্যের সাথে শতভাগ পাশ করেছে। ভিরাল্লা এস কে উচ্চ বিদ্যালয় ,ভানী আদর্শ উচ্চ বিদ্যালয়,দুয়ারিয়া এজি মডেল একাডেমি, মুগসার এগারগ্রাম উচ্চ বিদ্যালয়, ফুলতলী উচ্চ বিদ্যালয়, দেবিদ্বার ইসলামিয়া ফযিল ডিগ্রী মাদ্রাসা,বারেরা মহিলা দাখিল মাদ্রাসা,জয়পুর ইসলামিয়া ফাযিল মাদ্রাসা ও দেবিদ্বার অক্রফোর্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজে ৪১টি জিপিএ-৫ সহ শিক্ষার্থীরা কৃতিত্বের সাথে শতভাগ ভাগ পাশ করেছে।
