মাসুমুর রহমান মাসুদ,চান্দিনা (কুমিল্লা):–
চান্দিনা পূর্ব বাজারে পুরাতন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে গরু বাজার হয়ে ধানসিঁড়ি আবাসিক এলাকার প্রবেশ পথ পর্যন্ত সিসি সড়ক নির্মাণ ও ড্রেন এর উন্নয়ন কাজ বৃহস্পতিবার (১৫ মে) বিকেলে উদ্বোধন করেন চান্দিনা পৌরসভার মেয়র শাহ্ মো. আলমগীর খান।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- পৌর কাউন্সিলর মেজবাহ্ উদ্দিন বাবুল, শাহজাহান সরকার, শহিদুজ্জামান সরকার, পৌর সচিব ফয়েজ আহম্মেদ, পৌরসভার সহকারী প্রকৌশলী শাহীন সার হোসেন, উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান, ঠিকাদার মোখলেছুর রহমান খাঁন প্রমুখ।
