লাকসামে আওয়ামীলীগের প্রতিবাদ সভা-বিক্ষোভ ও সংবাদ সম্মেলন

লাকসাম (কুমিল্লা)প্রতিনিধি :–
বুধবার বিকালে শহরের হাউজিং স্টেটস্থ লাকসাম উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ ও অংঙ্গ সংগঠনের উদ্যোগে স্থানীয় সংসদ সদস্য মোঃ তাজুল ইসলামের সুনাম ক্ষুন্ন ও একটি পত্রিকায় লাকসামের নিখোঁজ দু’নেতার ঘুমে সংসদ সদস্যকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায়  এক প্রতিবাদ সভা-বিক্ষোভ ও সংবাদ সম্মেলন করা হয়। উপজেলা আওয়ামীলীগ ও অংঙ্গ সংগঠনের প্রতিবাদ মিছিল ব্যাংক রোড চত্তরে গিয়ে শেষ হয় এবং প্রতিবাদ সভা করা হয়। প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামীলীগ ও অংঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন এর আগে আওয়ামীলীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপজেলা আওয়ামীলীগ নেতা ও লাকসাম উপজেলা চেয়ারম্যান এডঃ ইউনুছ ভূইয়া বলেন সংসদ সদস্য মোঃ তাজুল ইসলামের সুনাম ক্ষুন্ন ও একটি পত্রিকায় লাকসামের নিখোঁজ দু’নেতার ঘুমে সংসদ সদস্যকে জড়িয়ে সংবাদ প্রকাশ করায় জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। তিনি বলেন সংসদ সদস্য মোঃ তাজুল ইসলাম ব্যক্তিগত জীবনে একজন সৎ ও আদর্শবান ব্যক্তি। তিনি লাকসাম-মনোহরগঞ্জের জনপ্রিয় নেতা এবং পরপর তিনবার নির্বাচিত সংসদ সদস্য। তিনি সন্ত্রাস, হানাহানি, রাহাজানি বা ক্ষতিকর কোন রাজনীতি করেন না। এধরনের বৃত্তিহীন ও মনগড়া সংবাদ প্রকাশ করায় সংসদ সদস্য মানহানি হয়েছে। আমরা এর তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আইনগত ভাবে ব্যবস্থা গ্রহন করবো। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মহবত আলী, মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা বেগম, উপজেলা আওয়ামীলীগ নেতা আলহাজ্ব তাজুল ইসলাম, সুভাষ ভৌমিক, এডঃ আবু তাহের, মমতাজ উদ্দিন, প্রবির সাহা, আফতাব উল্ল্যাহ ঝন্টু, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক প্রফেসর আবুল খায়ের,  এবং সাংবাদিকদের মধ্যে লাকসাম প্রেস ক্লাব সভাপতি তাবারক উল্ল্যাহ্ কায়েস, সাধারণ সম্পাদক এডঃ রফিকুল ইসলাম হিরা প্রমুখ।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply