কুমিল্লা প্রতিনিধি:–
চৌয়ারা এম এম উচ্চ বিদ্যালয় কমিউনিটি ওয়াচ গ্রুপের উদ্যোগে র্যালী ও মানববন্ধন আয়োজন করা হয়।উক্ত মানববন্ধন ও র্যালীতে অংশ গ্রহন করেন উক্ত স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও কমিউনিটি ওয়াচ গ্রুপের সদস্যবৃন্দ।
প্রথমে র্যালীটি স্কুল থেকে বেরিয়ে চৌয়ারা বাজার টেম্পুষ্ট্যান্ড,ও বাসষ্ট্যান্ড প্রদক্ষিণ করে স্কুলের সামনে রাস্তায় এসে রাস্তার দুই পাশে সারিবদ্ধভাবে দাড়িয়ে মানববন্ধন করা হয়। এখানে যৌন হয়রানি নির্মূলকরনের লক্ষ্যে বক্তব্য রাখেন কমিউনিটি ওয়াচ গ্রুপের সদস্য মোঃ জহির ইসলাম, প্রধান শিক্ষক মোঃ মনিরুল হক ও কমিউনিটি ওয়াচ গ্রুপের সভাপতি মোঃ ফরিদউদ্দীন মজুমদার, ব্র্যাকের পক্ষে উপস্থিত ছিলে সেক্টর স্পেশালিস্ট হাসিনা আকতার,মাকসুদা খাতুন তানিয়া ও জুনিয়র সেক্টর স্পেশালিস্ট মঞ্জুরুল ইসলাম।
