মোঃ জামাল উদ্দিন দুলাল :–
কুমিল্লার দেবিদ্বার উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির উদ্দ্যোগে অবসরপ্রাপ্ত ও প্রয়াত শিক্ষক কর্মচারীদের সংম্বর্ধনা ও সম্মাননা অনুষ্ঠান ২০১৪ অনুষ্ঠিত।
শনিবার দুপুরে দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের নবাব স্যার কাজী গোলাম মহিউদ্দিন ফারুকী মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
দেবিদ্বার মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও দেবিদ্বার রেয়াজ উদ্দিন পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সমিতির সাধারন সম্পাদক ও গঙ্গামন্ডল রাজ ইনিস্টিউশনের প্রধান শিক্ষক মোঃ মোছলে উদ্দিন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা -৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল । বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা পরিষদ নর্বনির্বাচিত চেয়ারম্যান মোঃ রুহুল আমিন, দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হোসেন, দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব জয়নুল আবেদিন, সাধারন সম্পাদক এ.কে.এম মনিরুজ্জামান মাষ্টার। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন দেবিদ্বার উপজেলা আওয়ামীলীগ নেতা মোঃ ছিদ্দিকুর রহমান, দেবিদ্বার মফিজ উদ্দিন পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষিকা রাশেদ আক্তার, মোঃ মোর্শেদ আলম মোল্লা। এসময় উপস্থিত ছিলেন দেবিদ্বার থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান,কুমিল্লা উত্তর জেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী শিরিন সুলতানা, মোঃ আবদুর রব, দেবিদ্বার উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক মোঃ বাবুল হোসেন রাজু, উপজেলা সেচ্ছাসেবক লীগ সাধারন সম্পাদক আবদুল মান্নান মোল্লা, দেবিদ্বার উপজেলা সাবেক ছাত্রলীগ সভাপতি মোঃ সাইফুল ইসলাম শামীম প্রমুখ। এদিকে আলোচনা শেষে ২৯জন শিক্ষক কর্মচারীদের মাঝে বিভিন্ন স্তরে প্রায় ৩লক্ষ ২২হাজার নগদ টাকা প্রদান করেন।