স্টাফ রিপোর্টারঃ—
কুমিল্লার দেবিদ্বার উপজেলার কাচিসাইরে স্থানীয় জনগন বৃহস্পতিবার সকালে জাল টাকাসহ ২ ব্যাক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
পুলিশ জানায়, আটককৃতরা উপজেলার কুড়াখাল সাহেব আলীর দোকান থেকে সিগারেট ও সাবান কিনে ১ হাজার টাকার নোট দিয়ে চলে যায়। পরে দোকানীর সন্দেহ হলে ১হাজার টাকার নোটটি যাচাই করে এটি জাল নোট হিসেবে সনাক্ত করেন। পরে স্থানীয় লোকজনের সহয়াতায় তাদের ধাওয়া করে কাচিসাইর থেকে মোটর সাইকেলসহ আটক করা হয়।
আটককৃতদের তল্লাশী করে তাদের কাছে ১ হাজার টাকার আরো ৫টি জাল নোট পাওয়া যায়।
পরে দেবিদ্বার থানা পুলিশে খবর দিলে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। আটককৃতরা হলো বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সমেশপুর গ্রামের অহিদুর রহমানের পুত্র মোঃ ইকবাল হোসেন (২৮) ও তার স্ত্রী লাকী আক্তার (২৫)।
দেবিদ্বার থানার এস.আই রোকেয়া বেগম জানান, আটককৃতরা পেশাদার জালটাকা চক্রের সদস্য। এব্যাপারে দেবিদ্বার থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে।
