নাজমুল করিম ফারুক :–
তিতাসে নবাগত ও বিদায়ী জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে সংবর্ধনা প্রদান করা হয়। গত বুধবার উপজেলার বাতাকান্দি উচ্চ বিদ্যালয়ের হলরুমে নবাগত কুমিল্লা জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আব্দুল মজিদ ও বিদায়ী শিক্ষা অফিসার মোঃ আব্দুল রশিদ সরকারকে উক্ত সংবর্ধনা দেয়া হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আনোয়ারা চৌধুরীর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, গাজীপুর খান হাইস্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল বাতেন, বাতাকান্দি সরকার সাহেব আলী আবুল হোসেন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলাউদ্দিন ভূঁইয়া, জিয়ারকান্দি হাফিজ উদ্দিন ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ, গাজীপুর আজিজিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল রউফ, মঙ্গলকান্দি ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আঃ হালিম, মাছিমপুর আর আর ইনিষ্টিটিউশনের প্রধান শিক্ষক মাহফুজুর রহমান চৌধুরী, মজিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল হক, জুনাব আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোকতল হোসেন, নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবুল কাশেম, জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, গোপালপুর ড. খন্দকার মোশাররফ হোসেন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খুর্শীদ আলম, ইউনিয়ন কারীগরি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহীদ উল্লাহ, কেশবপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলী গোফরান খান, বাতাকান্দি উচচ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য মোঃ রুবেল মিয়া ও নূর নবী প্রমূখ।
