নাসিরনগর পূর্বভাগ ইউপির চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে ৮ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) :–

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপির নেতা মোঃ সায়েম মিয়া সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার প্রেক্ষিতে চেয়ারম্যানের শূন্য পদে উপ-নিবার্চনে ৮ জন প্রার্থী  মনোনয়ন পত্র দাখিল করেছেন। সোমবার মনোনয়নপত্র জমা দেবার শেষ দিনে উপ-নিবার্চনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবদুর রশীদের কাছে পৃথকভাবে মনোনয়ন পত্র জমা দেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নিবার্চনে মনোনয়নপত্র দাখিলকৃতরা হলেন মোহাম্মদ হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, ছাল্লাহউদ্দিন, মোঃ আয়ুব খান, মোঃ হাবিবুল ইসলাম, মোঃ আক্কাস আলী,মোঃ সেলিম উদ্দিন ও মোঃ জানু মিয়া। মনোনয়নপত্র বাছাই ০৭/০৫/২০১৪,প্রত্যাহার ১১/০৫/২০১৪,প্রতীক বরাদ্দ ১২/০৫/২০১৪ এবং ২৬ /০৫/২০১৪ ইং তারিখে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১১ হাজার ২১০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫৭৬৩ জন ও মহিলা ভোটার ৫৪৪৭ জন।
উল্লেখ্য  ২৪ ফ্রেরুয়ারি’২০১৪ সড়ক দুঘর্টনায় উপজেলার পূর্বভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতা মোঃ সায়েম মিয়া (৫০) নিহত হন।

Check Also

কুমিল্লায় তিন গৃহহীন নতুন ঘর পেল

নিজস্ব প্রতিবেদকঃ– কুমিল্লা সদর উপজেলায় গ্রামীণ উন্নয়ন সংস্থার উদ্যোগে ৪নং আমড়াতলী ইউনিয়নের গৃহহীন নুরজাহান বেগম, ...

Leave a Reply