আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) :–
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও বিএনপির নেতা মোঃ সায়েম মিয়া সড়ক দূর্ঘটনায় নিহত হওয়ার প্রেক্ষিতে চেয়ারম্যানের শূন্য পদে উপ-নিবার্চনে ৮ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। সোমবার মনোনয়নপত্র জমা দেবার শেষ দিনে উপ-নিবার্চনের রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোঃ আবদুর রশীদের কাছে পৃথকভাবে মনোনয়ন পত্র জমা দেন। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নিবার্চনে মনোনয়নপত্র দাখিলকৃতরা হলেন মোহাম্মদ হোসেন,সাবেক ইউপি চেয়ারম্যান মোঃ হাবিবুর রহমান, ছাল্লাহউদ্দিন, মোঃ আয়ুব খান, মোঃ হাবিবুল ইসলাম, মোঃ আক্কাস আলী,মোঃ সেলিম উদ্দিন ও মোঃ জানু মিয়া। মনোনয়নপত্র বাছাই ০৭/০৫/২০১৪,প্রত্যাহার ১১/০৫/২০১৪,প্রতীক বরাদ্দ ১২/০৫/২০১৪ এবং ২৬ /০৫/২০১৪ ইং তারিখে ভোটগ্রহন অনুষ্ঠিত হবে। এ ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১১ হাজার ২১০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৫৭৬৩ জন ও মহিলা ভোটার ৫৪৪৭ জন।
উল্লেখ্য ২৪ ফ্রেরুয়ারি’২০১৪ সড়ক দুঘর্টনায় উপজেলার পূর্বভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপির নেতা মোঃ সায়েম মিয়া (৫০) নিহত হন।