নাঙ্গলকোটে মুক্তিযোদ্ধাদের ভাতা থেকে চাঁদা আদায়

মোঃ আলাউদ্দিন,নাঙ্গলকোট(কুমিল্লা):–

কুমিল্লার নাঙ্গলকোটে রবিবার সোনালী ব্যাংক শাখায় মুক্তিযোদ্ধাদের ভাতা থেকে চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে। জানা যায়, গত ৬ মাসের ভাতা বাবত ১৮হাজার টাকা উত্তোলনকালে প্রতি মুক্তিযোদ্ধা থেকে ৭শ টাকা হারে ৩৯৮জন মুক্তিযোদ্ধার নিকট থেকে মোট ২লক্ষ ৭৮হাজার ৬শ টাকা চাঁদা আদায় করছে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের নেতৃবৃন্দ। সরেজমিনে তদন্তপূর্বক দেখা গেছে, মুক্তিযোদ্ধা কমান্ডার ইসহাক মিয়া, ডেপুটি কমান্ডার সাবেক চেয়ারম্যান আবদুল খালেক, মাষ্টার আবুল হাসেম ও আবদুর রশিদ বি.কম এর উপস্থিতিতে ব্যাংক ক্যাশিয়ার উক্ত টাকা কর্তন করে জমা রাখে। এব্যাপারে মুক্তিযোদ্ধা আবদুর রশিদ খন্দকার, আবদুল হামিদ, নুরুল আমিন বলেন- মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন দ্রুত গতিতে নির্মাণের জন্য পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল, উপজেলা চেয়ারম্যান সামছুউদ্দিন (কালু) ও ভাইস চেয়ারম্যানদের সংবর্ধনা বাবত ৫শ টাকা, ব্যাংক খরচ ১শ টাকা ও আনুসাঙ্গিক খরচ বাবত ১শ টাকা হারে আদায় করা হচ্ছে। এব্যাপারে ব্যাংক ম্যানেজার দেওয়ান আলাউদ্দিন আহমেদ বলেন, ব্যাংকের কোনো খরচ নেই। এ ঘটনার সাথে আমি জড়িত নই। কোনো কর্মকর্তা এ ঘটনায় জড়িত থাকলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

Check Also

দাউদকান্দিতে গৃহবধূর রহস্যজনক মৃত্যু

হোসাইন মোহাম্মদ দিদার :কুমিল্লার দাউদকান্দিতে শান্তা বেগম (২৪) নামে এক গৃহবধুর রহস্যজনক মৃত্যুর অভিযোগ উঠেছে। ...

Leave a Reply