কুমিল্লা সংবাদদাতা :–
গুম, খুন, অপহরণের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি গণঅনশন কর্মসূচি পালন করেছে। রবিবার কুমিল্লা টাউন হল মাঠে হাজী আমিনুর রশিদ ইয়াছিন, দলের জেলা কার্যালয়ে সিটি মেয়র মনিরুল হক সাক্কু এবং নগরীর পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় বিএনপির কেন্দ্রীয় নেতা মনিরুল হক চৌধুরী সমর্থিত নেতা-কর্মীরা পৃথকভাবে এ কর্মসূচি পালন করে। পৃথক গণঅনশনে বক্তব্য রাখেন সৈয়দ জাহাঙ্গীর আলম, ফজলুল হক ফজলু, অধ্যাপক জালাল উদ্দিন, খন্দকার জহিরুল হক স্বপন, শাহ আলম মজুমদার, শফিকুজ্জামান, আবুল বাসার, আবদুর রউফ চৌধুরী ফারুক, ইঞ্জি: ইদ্রিস মেহেদী, ফিরোজ আহমেদ প্রমুখ।