আলমগীর হোসেন,দাউদকান্দি :–
দাউদকান্দিতে ফারুক আহমেদ (৩২) নামে এক যুবককে ডেকে নিয়ে খুন করেছে দুর্বৃত্তরা।
শনিবার (৩ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টায় উপজেলার মলয় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফারুক আহমেদ দাউদকান্দি উপজেলার হরিপুর গ্রামের মৃত আলমাস বেপারীর ছেলে। নিহতের বড় ভাই শাহ আলম জানান, ফারুক পেশায় একজন ব্যবসায়ী। শনিবার সন্ধ্যায় মলয় গ্রামের কতিপয় সন্ত্রাসী আমার ভাইকে মোবাইল ফোনে মলয় বাজারে ডেকে নেয়। ঘটনাস্থলে থাকা ৫-৭জন অস্ত্রধারী সন্ত্রাসীরা ফারুককে এলোপাথারী কুপিয়ে মারাত্মক আহত করলে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। এ ব্যাপারে দাউদকান্দি মডেল থানার অফিসার ইন-চার্জ (ওসি সার্বিক) আবু ছালাম মিয়া’র কর্পোরেট নম্বরে যোগাযোগ করার চেষ্টা করলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়ায় এবং অফিসার ইন-চার্জ (ওসি তদন্ত) নাছির উদ্দিন মৃধার ব্যক্তিগত মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টার করলে তিনিও ফোন রিসিভ না করায় পুলিশি মতামত পাওয়া যায়নি।
