লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :–
কুমিল্লার লাকসামে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জোরপূর্বক কবরস্থানে টয়লেট নির্মাণে অভিযোগ পাওয়া গেছে।
মামলা সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দপুর ইউপির পলকোট গ্রামের এস.এম সেলিম মিয়ার পারিবারিক কবরস্থানে অবৈধ ভাবে উত্তরদা ইউপির বর্তমান মেম্বার তাবারক হোসেন (তাজু) জোরপূর্বক কবরস্থানে জায়গা দখল করে টয়লেট নিমার্ণ করেন।
পলকোট গ্রামের এস.এম সেলিম মিয়া বাদী হয়ে কুমিল্লার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের আদালতে ফৌজধারী কার্যবিধির ১৪৫ ধারায় একই গ্রামের মৃত মহব্বত আলীর ছেলে সৈয়দ মিয়ার ও উত্তরদা ইউপির বর্তমান মেম্বার তাবারক হোসেন তাজুসহ ৫জন কে অভিযুক্ত করে মামলা দায়ের করেন। আদালত গত ১৬ মার্চ উক্ত কবরস্থানে টয়লেট স্থাপনের উপর নিষেধাজ্ঞা জারি করে।
মামলার বাদী এস.এম সেলিম মিয়া জানান অভিযুক্তরা রাতের অন্ধকারে প্রভাব খাটিয়ে জোর পূর্বক আদালতের নিষেধাজ্ঞা আমান্য করে কবরস্থানের জায়গায় টয়লেট নিমার্ণ করে।
অভিযোগের বিষয়ে উত্তরদা ইউপির বর্তমান মেম্বার তাবারক হোসেন তাজুর মুঠোফোনে একাধিকবার চেষ্টা করেও তার বক্তব্য নেয়া যায়নি।
