কুমিল্লাওয়েব নিউজ:–
প্র্রবীণ সাংবাদিক,কলামিস্ট এবিএম মূসার মৃত্যুতে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।
বি. চৌধুরী বুধবার এক শোকবাণীতে বলেন, এবিএম মূসার মৃত্যুতে সাংবাদিক গগণ থেকে একটি সূর্যের অন্তর্ধান হল। এ রকম সাহসী ও সৎ মানুষ সাংবাদিক জগতে বিরল। আমি তাঁর রুহের মাগফেরাত কামনা করি। আমি তাঁকে ও তাঁর পরিবারকে ভাল জানতাম। তাঁর পরিবারের সদস্যদের সান্তনা দেওয়ার ভাষা নেই।
শোকবাণীতে বি. চৌধুরী আরও বলেন, এমন একটি মানুষেরও সমালোচক ছিল। অবশ্য তাঁর অন্তর্ধানের পরে সে ধরণের মানুষের মনেও দু:খ হবে।
