কুমিল্লা প্রতিনিধি :–
শ্রী.শ্রী বাসন্তী মহাষ্টমী তিথিতে হিন্দু সনাতন ধর্ম্মালম্বীরা পাপ মুক্ত হওয়ার মনোবাসনায় গত রোববার দিবাগত রাত ১টা ৫৫ মি: ১১ সে: থেকে সোমবার সকাল পর্যন্ত কুমিল্লার আদর্শ সদর উপজেলার আড়াইওরা সার্বজনীন কালীবাড়ী ও মহাশ্মশান ঘাট গোমতী নদীতে লাখো পূর্ণ্যার্থীর ভিড় জমায়।
জানা যায়, পূণ্যার্থীরা পাপ মোচনের আশায় ব্রহ্মার কাছে কৃপা চায়। মন্ত্র উচ্চারণ করে “হে মহাভাগ ব্রহ্মপুত্র, হে লৌহিত্য তুমি পাপ হরণ কর”। সোমবার সকাল থেকে উৎসবে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণসহ ১টি মেডিকেল টিম পূণ্যার্থীদের ফ্রি চিকিৎসা প্রদান করা হয়।
