—-মুহাম্মদ ফয়সাল খান
শহীদ! শহীদ!! শহীদ!!!
শহীদ মানে কি জানো?
আল্লাহর পথে, নবীর মতে
যেজন করে জীবন দান,
সেজন শহীদ-বীর শহীদ
সেই পাবে শহীদের সম্মান।
তোমরা যাদের শহীদ বলে
বারংবার করছো অপমান,
নয়তো ওরা শহীদ-গাজী
ওরা মানুষ-মানুষ মহান।
এসো ভাই-বন্ধু মিলেমিশে
সাজাই আমাদের প্রিয় দেশ,
সঁপি স্রষ্টার তরে নিজেকে
জীবন গড়ি শান্তির আবেশ।
মুহাম্মদ ফয়সাল খান
গৌরীপুর সুবল-আফতাব উচ্চ বিদ্যালয়
নবম শ্রেণী
গৌরীপুর, দাউদকান্দি, কুমিল্লা।
তারিখ:০৫.০৪.১৪