স্টাফ রির্পোটার:–
শনিবার বাংলাদেশ অন্ধকল্যাণ সমিতির উদ্যোগে কুমিল্লা দিদার সমিতিতে দিনভর বিনামূল্যে আইক্যাম্প অনুষ্ঠিত হয়।
সংগঠনের কুমিল্লা জেলার সভাপতি অধ্যক্ষ মোঃ আবদুর রউফ সকাল ৯.৩০টায় এ কর্মসূচির উদ্বোধন করেন। অস্ট্রেলিয়া প্রবাসী চিকিৎসক ডা. ইফফাত এর সহযোগিতায় এই আই ক্যাম্পের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন কুমিল্লার সিভিল সার্জন ডা. মোঃ মুজিব রাহমান, ডেপুটি সিভিল সার্জন ও জেলা বিএমএ‘র সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী, আদর্শ সদরের ইউএনও মোঃ হেলাল উদ্দিন, অন্ধকল্যাণ সমিতি কুমিল্লার সাধারণ সম্পাদক ডা. একেএম আবদুস সেলিম, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. গোলাম শাহজাহান, চক্ষু চিকিৎসক ডা. বশির আহমেদ, দিদার সমিতির সভাপতি মোঃ আবু তাহের, সহ-সভাপতি জিএম নোমান, সদস্য আবদুল সাদেক, প্রকৌশলী মোঃ মিজানুর রহমান, এমএ হান্নান, মোঃ জাহাঙ্গীর আলম, জামাল মিয়া, মোঃ ইব্রাহিম প্রমুখ। ক্যাম্পের সহযোগিতা করেন প্রোগ্রাম অফিসার কিশোর কুমার ভৌমিক, মোঃ দেলোয়ার হোসেন, এমএল-ওপিআই মোঃ জাকির হোসেন, মোঃ শফিকুল ইসলাম, রিফরাক্টরিস্ট মোঃ বিল্লাল হোসেন প্রমুখ।