মোঃ আলাউদ্দিন,নাঙ্গলকোট(কুমিল্লা):–
কুমিল্লার নাঙ্গলকোটে রবিবার সকালে উপজেলা চেয়ারম্যান বাসভবন সংলগ্ন কার্যালয়ে হেসাখাল গ্রামের বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদল ও জামায়াত ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্রশিবিরের ২৬জন নেতাকর্মী নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান মোঃ সামছুউদ্দিন কালুর হাতে ফুল দিয়ে বাংলাদেশ ছাত্রলীগে যোগদান করেছেন। যোগদানকারীদের দলে স্বাগত জানিয়ে চেয়ারম্যান ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে দলের পক্ষে কাজ করে যাওয়ার উদ্ধাত্ত আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন, হেসাখাল ইউপি আ’লীগের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ইকবাল বাহার মজুমদার, মোতালেব হোসেন ও ছাত্রনেতা আবু ইউসুফের নের্তৃত্বে যোগদান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবু ইউসুফ ভূঁইয়া, পৌর আ’লীগের যুগ্ম আহবায়ক, সেলিম জাহাঙ্গীর মজুমদার প্রমূখ।