লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি :–
শুক্রবার কুমিল্লার লাকসাম মুদাফ্ফরগঞ্জ ইউপির হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্যপরিষদের কমিটি গঠিত হয়েছে। কমিটি গঠন, পরিচিতি ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা জেলার হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক এড. বিকাশ সাহা।
ইউনিয়ন ঐক্যপরিষদের সভাপতি ডা.আশোতোষ কর বাদল এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলার ছাত্র ও যুব ঐক্যপরিষদের সভাপতি মধুসোধন বিশ্বাস, এড. ঝন্টু সাহা,সাবেক পৌর কাউন্সিলর ডা. সচিন্দ্র কুমার দাস,দীলিপ দাস,অসুক বনিক।
মুদাফ্ফরগঞ্জ ইউনিয়ন ঐক্যপরিষদের সাংগঠনিক সম্পাদক ডা. রতন সরকারের পরিচালনায় আরোও উপস্থিত ছিলেন, ইউনিয়ন ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক ডা. লিটন ভৌমিক,অর্থসম্পাদক গৌতম চন্দ্র দাস সহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের সভাপতি-সম্পাদক ও ঐক্যপরিষদের বিভিন্ন পর্যাদের নেতৃবৃন্দ।
