কুমিল্লা প্রতিনিধি :–
কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন এইচএসসি পরীক্ষায় বৃহস্পতিবার ২ শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
বোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক শিহাব উদ্দিন জানান, বৃহস্পতিবার অনুষ্ঠিত বাংলা প্রথম পত্রের পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে কুমিল্লা জেলার চৌদ্দগ্রামের কাশিনগর ডিগ্রী কলেজের ২ জন শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। তিনি আরও জানান, এ বোর্ডের অধীন ৬ জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ১ হাজার ৬৫ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেনি।
