বুড়িচং প্রতিনিধি :–
শপথনামায় স্বাক্ষর করেছেন কিন্তু শপথবাক্য পাঠ করতে পারেননি বুড়িচং উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যাগণ। এ ঘটনাকে কুচক্রী মহলের চক্রান্ত বলে দাবি করেছেন চেয়ারম্যান এটিএম মিজানুর রহমান। গত মঙ্গলবার রাতে কুমিল্লা শহরের শাসনগাছা তার কার্যালয়ে আয়োজিত সাংবাদিক সম্মেলনে তিনি এ দাবি করেন। লিখিত বক্তব্যে পাঠ করে মিজানুর রহমান বলেন, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে ওই কুচক্রী মহল জনগণের বিজয়কে ছিনিয়ে নেয়ার ন্যহীন ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। মিজানুর রহমান বলেন, নির্বাচনে বিজয়ী হবার পর নিয়ম অনুযায়ী গেজেট হয়েছে। শপথের জন্য চিঠি এসেছে। গত মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে শপথের জন্য গিয়ে শপথ বাক্যের কাগজে ও রেজিষ্ট্রারে আমাদের তিন জনেরই স্বাক্ষর নেয়া হয়। সব প্রক্রিয়া শেষে শপথ বাক্য পাঠের সময় হঠাৎ জানানো হয় আমাদের শপথ হবেনা। সুপ্রীম কোর্ট থেকে একজন আইনজীবীর প্যাডে রীপ পিটিশন দাখিলের কথা উল্লেখ করে শপথ না নেয়ার জন্য জানানো হয়েছে। চিঠিতে যে মামলার বরাত দেয়া হয়েছে সে মামলা বুধবার ২ এপ্রিল কোর্টে উঠার কথা। তিনি বলেন, মামলা উঠার আগে কিভাবে এর রায় আসে তা আমার জানা নেই। তিনি বলেন এখানে একটি রহস্যময় বিষয় হল, শপথ পাঠের জন্য দেয়া চিঠিতে উল্লেখ রয়েছে বেলা ১২টায় শপথ করানো হবে। সে জায়গায় শপথ করানো হয় ১২টা ২০ মিনিটে। এটা একটি প্রশ্নবিদ্ধ ঘটনা। মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আমার নির্বাচনী এলাকার লক্ষ লক্ষ জনগণ আজ হতাশ হয়ে পড়েছে। জনগণের ভোটের প্রতি মর্যাদা দিয়ে জনগণের ন্যায্য অধিকার আদায়ে তিনি প্রশাসনসহ সকলের হস্তক্ষেপ কামনা করেন।