মুরাদনগর প্রতিনিধি:–
কুমিল্লার মুরাদনগর উপজেলা নির্বাচনে ফলাফল কারচুপি, কেন্দ্র দখল, এজেন্ট বের করে দেয়া, কেন্দ্রভিত্তিক ফলাফল ঘোষণা না করা, ভয়ভীতি প্রদর্শন, নেতা-কর্মীদের মারধর ও নির্বাচনী কর্মকর্তাদের অসহযোগিতাসহ নানা অনিয়মের অভিযোগ করেছেন ১৯ দলের নেতা-কর্মীরা। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে কুমিল্লা নগরীর ফৌজদারী রোডে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ এনে তারা আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রত্যাখ্যান করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোল্লা মজিবুল হক। গত ৩১ মার্চ অনুষ্ঠিত নির্বাচনে কমপক্ষে ৪০টি ভোট কেন্দ্র দখল করে আওয়ামীলীগ সমর্থিত প্রার্থীর কর্মীরা ১৯ দল সমর্থিত চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন অঞ্জনসহ ভাইস চেয়ারম্যান প্রার্থীদের বিজয় ছিনিয়ে নিয়েছে উল্লেখ করে তারা এ উপজেলায় পুন:নির্বাচন দেয়ার জন্য দাবি জানিয়েছেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপি নেতা অ্যাড. কামরুল হায়াত খান, মো. কামাল উদ্দিন ভূঁইয়া, আবদুল মোমেন, যুবদল সভাপতি অ্যাড. তৌহিদুর রহমান, স্বেচ্ছাসেবক দল নেতা অ্যাড. নাছির উদ্দিন আল মামুন প্রমুখ।