মো: মোশাররফ হোসেন মনির, মুরাদনগর (কুমিল্লা):–
কুমিল্লার মুরাদনগর উপজেলার ধামঘর ইউনিয়নের আড়ালিয়া গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গুরতর আহত কমলা খাতুন (৫৫) মঙ্গলবার দুপুর ২টায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। এ ব্যাপারে ৩ জনকে অভিযুক্ত করে মুরাদনগর থানায় মামলা হয়েছে। পুলিশ লাশ উদ্ধারপূর্বক হাসপাতাল থেকে থানায় নিয়ে যায়।
জানা যায়, গত রোববার বিকেলে কমলা খাতুনের নাতনী ফাহিমা আক্তারের (৭) সাথে পাশের বাড়ির সফিক মিয়ার মেয়ে আন্নার (১৪) ঝগড়া হয়। এর সূত্র ধরে ওইদিন সন্ধ্যায় সফিক মিয়া বাড়িতে এসে উত্তেজিত হয়ে ওঠে। তখন পাশের বাড়ির ডাক্তার আব্দুস ছাত্তারের ছেলে দুলাল মিয়া এসে নুরুল ইসলামের স্ত্রী কমলা খাতুন ও তার মেয়ে জোসনাকে বাশের লাঠি দিয়ে পিটিয়ে গুরতর আহত করে। এ সময় তাদের চিকিৎসার জন্যে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মুরাদনগর থানার ওসি নাজিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, উদ্ধারকৃত লাশটি বুধবার ময়না তদন্তের জন্য কুমেক হাসপাতালে পাঠানো হবে।
