ওমর ফারুক, কচুয়া:–
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি বলেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ৭১’র ৭ই মার্চ রেইসকোর্স ময়দানে ঐতিহাসিক ভাষনের মাধ্যমে বাংলাদেশের স্বাধীনতার ডাক দেন। ৭১’র ১৭ই এপ্রিল মেহেরপুরের আম্রকানোনে সৈয়দ নজরুল ইসলামকে অস্থায়ী রাষ্ট্রপতি করে বাংলাদেশে প্রথম সরকার গঠন করা হয়। সম্প্রতি বিএনপি চেয়ারপার্সন জিয়াউর রহমানকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি দাবী করে। বিকৃত তথ্য দিয়ে জাতীকে বিভ্রান্ত করছে। এসমস্থ বিভ্রান্তিমূলক তথ্য জনগণের সমর্থন আদায়ে ভিত্তিহীন। তিনি আরো বলেন- মেজর জিয়া একজন সৈনিক ছিলেন, তিনি কখনো নিজেকে বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি দাবী করেনি। বিএনপির নেত্রীর এসমস্ত উদ্ভট তথ্য তার নিজের শিক্ষাগত যোগ্যাতা নিয়ে প্রশ্ন উঠে।
তিনি মঙ্গলবার কচুয়া উপজেলার বঙ্গবন্ধু ডিগ্রি কলেজ মিলানায়তনে কলেজের অধ্যক্ষ শাহ মোঃ জালাল উদ্দিন চৌধুরীর পরিচালনায় “স্বাধীনতা দিবসের তাৎপর্য শীষক” সেমিনারে প্রধান অতিথির বক্তব্য কালে উপরোক্ত কথাগুলো বলেন। কলেজ গভর্ণিং বডির সভাপতি প্রখ্যাত ইতিহাসবীদ ড. মুনতাসীর মামুনের সভাপতিত্বে এসময় সেমিনারে বক্তব্য রাখেন ২১শে পদক প্রাপ্ত ড. বোরহান উদ্দীন খান জাহাঙ্গীর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ড. হেলাল উদ্দীন খান শামছুল আরেফিন, সাব্কে যুগ্ম সচিব নীলুফার বেগম প্রমূখ। একই দিনে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি উপজেলার রহিমানগর শেখ মজিবুর রহমান ডিগ্রি কলেজ ও আশেক আলী খান স্কুল এন্ড কলেজে অনুরুপ কর্মসুচীতে যোগদান করেন।