নিজস্ব প্রতিনিধি:–
কুমিল্লার মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।
মুরাদনগর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী সৈয়দ আবদুল কাইয়ুম খসরু (হেলিকপ্টার) ৬৩,৩২১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার (কাপপিরিচ) পেয়েছেন ৩৬,৮৩৬ ভোট, ১৯ দলের প্রার্থী মহিউদ্দিন অঞ্জন (ঘোড়া) পেয়েছেন ৩৩,২৩৪ ভোট।
মুরাদনগর উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী রফিকুল ইসলাম সরকার (টিয়া পাখি) ৭০২১৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াত নেতা ইউসুফ হাকিম সোহেল (মাইক) পেয়েছেন ৫১০১৩ ভোট।
মহিলা ভাইস চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত সানোয়ারা বেগম রুনা (হাঁস) ৭৩২৭৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি ১৯ দলের প্রার্থী কাজী তাহমিনা বেগম (প্রজাপতি) পেয়েছেন ৫৮৯৩৩ ভোট।