বুড়িচং সংবাদদাতা:—
কুমিল্লা জেলার বুড়িচং উপজেলা সদরে নির্মানাধীন একটি চার তলা ভবনে কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রাসেল (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে ওই ঘটনা ঘটেছে।
জানা যায়, বুড়িচং উপজেলা সদরে নির্মানাধীন শেখ রাজ্জাক ম্যানশনের চার তলা ভবনে ওয়েল্ডিং এর কাজ করার জন্য বিদুৎতের তার টানার সময় ভবনের সামনে দিয়ে যাওয়া বিদ্যুতের তারের সাথে জড়িয়ে ভবন মালিকের ছেলে রাসেল (২০) ও তার চাচা মালয়েশিয়া প্রবাসী মোঃ জহিরুল ইসলামের (২৫) শরীরের বিভিন্ন অংশ পুড়ে যায়। এতে ঘটনাস্থলে রাসেল মারা যায়। স্থানীয়রা জহিরকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে প্রথমে কুমেক হাসপাতাল এবং পরে ঢামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।