মাসুমুর রহমান মাসুদ,চান্দিনা(কুমিল্লা):–
উপজেলা নির্বাচনকে সামনে রেখে শনিবার (২৯ মার্চ) রাত ৮টায় উপজেলার বাড়েরা ইউনিয়নে বিএনপি’র চেয়ারম্যান প্রার্থী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মফিজ উদ্দিন ভূইয়ার সমর্থকদের ধাওয়া করে এলডিপি’র নেতা-কর্মীরা। এসময় তারা বাড়েরা ইউনিয়ন বিএনপির কার্যালয় ভাঙচুর করে। বাজার ও আশেপাশের এলাকার ব্যানার, পোস্টার ছিড়ে আগুন ধরিয়ে দেয়। ঘটনার পর গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। বাজারের ব্যবসায়ীরা ভয়ে দোকান-পাট বন্ধ করে দেয়।
পরে মফিজ ভূইয়ার অভিযোগের প্রেক্ষিতে ঘটনাস্থলে চান্দিনা থানার এস.আই মহিউদ্দিন ও এস.আই বিপুল এর নেতৃত্বে পুলিশের একটি টিম মোতায়েন করা হয়। পুলিশ মোতায়েনের পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
এব্যাপারে চান্দিনা থানার ওসি গোলাম মোর্সেদ জানান, খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে।