ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি :–
ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের বিরামপুর গ্রামে শনিবার সকালে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
নিহতেরা হলো, ওই গ্রামের দুলাল মিয়ার মেয়ে অন্তরা আক্তার (৭) ও আয়নাল হকের মেয়ে নাঈমা আক্তার (৬)।
জানা গেছে, সকাল সাড়ে ১০টার দিকে ওই দুই শিশু বাড়ির পাশে খেলছিল। এর এক পর্যায়ে তারা পুকুরের পানিতে পড়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের পুকুর থেকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।