কুমিল্লা প্রতিনিধি:–
শনিবার কুমিল্লা জেনারেল হাসপাতাল সম্মেলন কক্ষে বাংলাদেশ পেরিনেটাল সোসাইটি কর্তৃক আয়োজিত নবজাতক বিষয়ক সেমিনারে সভাপতিত্ব করেন কুমিল্লার সিভিল সার্জন ডা. মো: মুজিব রাহমান। বাংলাদেশের নবজাতকের জীবন রক্ষায় অত্যাবশ্যকীয় ও বিশেষ স্বাস্থ্যসেবা নিয়ে এই জেলা সেনসিটাইজেশন সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. আলাউদ্দিন মজুমদার। স্বাগত বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আজিজুর রহমান সিদ্দিকী। বিশেষ অতিথি ছিলেন পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডা. এবিএম সামছুদ্দিন আহমেদ, স্বাস্থ্য অধিদপÍরের ডিপিএম ডা. মো: ইউনুছ, সেভ দি চিলড্রেন ফান্ডের চট্টগ্রামের সিনিয়র ব্যবস্থাপক ডা. মোস্তাক আহমেদ, জেলা শিশু সমিতির সেক্রেটারী ডা. গোলাম মহিউদ্দিন দীপু, জেলা গাইনী সমিতির সেক্রেটারী ডা. নুরুন নাহার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিওনেটলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. অর্জুন দে। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ডা. মোহাম্মদ হারুন-অর-রশিদ এবং ডা. প্রভাত কুমার বালা অনুষ্ঠান উপস্থাপনা করেন। সহযোগিতায় ছিলেন ফিল্ড অফিসার আলম মাহমুদ অনুষ্ঠানে কুমিল্লার ১৬টি উপজেলা থেকে যারা অংশগ্রহন করেন- উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তাগণ, উপজেলা প.প. কর্মকর্তাগণ, এমওএমসিএইচগণ, শিশু বিশেষজ্ঞগণ ও গাইনী বিশেষজ্ঞগণ। অনুষ্ঠানে জানানো হয়, কুমিল্লা এবং চট্টগ্রাম বিভাগে সারাদেশের মধ্যে শিশুর মৃত্যুর হার সর্বনিম্ন ( প্রতি হাজার জীবিত জন্মের মধ্যে মাত্র ২১ জন) এবং ডেলিভারী জনিত মাতৃ মৃত্যুর হার প্রায় নেই বললেই চলে।